বর্তমানে বেশিরভাগ মানুষেরই পেটে ব্যথা হয়ে থাকে। কি এই পেটে ব্যথার কারণ লক্ষণ এবং কি করে মিলবে এর প্রতিকার।

কি এই পেটে ব্যথার কারণ লক্ষণ এবং কি করে মিলবে এর প্রতিকার।

পেটে ব্যথা হওয়ার পেছনে অনেক কারণ থাকে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অন্যান্য থেকে বেশি গুরুতর হয়ে থাকে। পেটে ব্যথার অনুভূতি যেগুলি পেটের অন্য অঙ্গের থেকে বা পাচনতন্ত্রের বাইরে আসতে পারে। পেটে ব্যথা বিভিন্ন ধরনের হতে পারে যদি হালকা থেকে মাঝারি হয়ে থাকে এবং তা ক্ষণস্থায়ী হয় তাহলে তা ঘরোয়া কিছু পদ্ধতির মাধ্যমে সারিয়ে তোলা সম্ভব তবে পেটে ব্যথার গুরুতর শুরু হলে তখন চিকিৎসকের সহায়তা অবশ্যই নিতে হবে।

পেটে ব্যথা আসলে কি ?

পেটে ব্যথা হলে এমন এক অনুভূতি যা পেটের যেকোনো জায়গায় যেমন পাঁজর এবং শ্রোণীরমাঝখানে অস্বস্তি সৃষ্টি করে। আমরা সব সময় এই পেটের ব্যথাকে পেট ব্যথা বলে মনে করি। তবে এই পেট ব্যথা অন্যান্য কারণ থেকেও হতে পারে ।

  • লিভার ,
  • অ্যাপেন্ডিক্স।
  • পিত্তথলি
  • অগ্নাশয়
  • ক্ষুদ্রান্ত
  • বৃহদন্ত্র

উপরে উল্লেখিত অংকগুলি পরিপাকতন্ত্রের সমস্ত অঙ্গ যার ফলে পেটে ব্যথা সৃষ্টি হতে পারে। তবে এই পেটে ব্যথা পেটের বাইরের সেল টক বেশিতেও হতে পারে। আবার কখনো কখনো পেটে যে ব্যথা অনুভূত হয় তার পেছনে অন্য কারনও কাজ করে যেমন বুক পিঠ প্রগতি স্থানে ব্যথা অনুভূত হলে আমরা সেই ব্যাথাকে পেতে ব্যথা হিসেবে অনুভূত করে থাকি।

আমাদের শরীরে যে পেটে ব্যথা হয় সেই পেটে ব্যথা অনেক রকমের হতে পারে এবং অনেক অর্থ বহন করে থাকে এই পেটে ব্যথা। অনেক বড় বড় রোগের বাহক হিসাবেই পেটে ব্যথা সংকেত দিয়ে থাকে।

পেটে ব্যথা কখনো কখনো মৃদু অথবা গুরুতর ভাবেও হতে পারে।

কখনো কখনো এই পেটে ব্যথা কোন রোগের ধ্রুবক হিসেবেও হতে পারে।

আবার এটি বিরতিহীন ভাবেও চলতে পারে।

পেটে ব্যথার ক্ষেত্রে কিছু কিছু জিনিস লক্ষণীয় হয়ে থাকে যেমন পেটে ব্যথা উপসর্গ ব্যক্তি শুধুমাত্র নিজেই নিজের অনুভূতি বর্ণনা করতে পারেন এবং যেহেতু স্বাস্থ্যসেবা প্রদানকারী কোন ব্যক্তি এটা পরিমাপ করতে পারে না সেহেতু যে ব্যক্তি পেটে ব্যথায় ভুগছেন সেই ব্যক্তি যেটা বলছে সেই অনুযায়ী স্বাস্থ্যসেবা প্রদানকারী সেই পেটে ব্যথা কে গুরুত্ব দিয়ে সেই অনুসারে ব্যবস্থা নেবেন।

পেটে ব্যথা কতখানি সাধারণ হয়ে থাকে:-

 

প্রতিটা মানুষেরই কোন না কোন সময় পেটে ব্যথা অনুভূত হয়ে থাকে। বেশিরভাগ ক্ষেত্রেই পেটে ব্যথা হালকা থেকে মাঝারি এবং অতিরিক্ত হয় না বললে খুব সহজেই সেটা সেই ব্যক্তি সমাধান করে ফেলে । যদি পেটের ব্যাথা প্রকারের হয়ে থাকে তাহলে সেই ব্যক্তি জরুরী পরিষেবা পেতে চিকিৎসা কেন্দ্রে গিয়ে সহায়তা নিতে পারে।

পেটে ব্যথা অনুভূত স্থান:-

  • উপরের ডান চতুর্ভুজ
  • উপরের বাম চতুর্ভুজ
  • নিচের ডান চতুর্ভুজ
  • নিচের বাম চতুর্ভুজ

হঠাৎ ব্যথা শুরু হওয়ার পেছনে কিছু কারণ থাকতে পারে।

 

পেটে ব্যথার ক্ষেত্রে এই অবস্থান একটি গুরুত্বপূর্ণ সূত্র। যদি কোন অঙ্গই পেটে ব্যথার সঙ্গে জড়িত থাকে তাহলে এই অবস্থান তার নির্দেশ দেয় যেমন যদি উপরের ডান চতুর্ভুজে কোন ব্যথা তৈরি হয় বা অনুভূত হয় তখন লিভার বা গল ব্লাডারের সমস্যা নির্দেশ করতে পারে।

পেটে ব্যথার কারণে যদি কোন চিকিৎসা কেন্দ্রের সেবা গ্রহণ করাকালীন স্বাস্থ্য সেবা প্রদানকারী ব্যথা কেমন অনুভূত হয় এবং কতবার এই ব্যথা অনুভূত হয় এবং সেটা কতটা গুরুত্বপূর্ণ সেই ব্যাপারে জানতে চাই এবং জানার পরে কি ধরনের অবস্থা হতে পারে পরবর্তীতে সেই সম্পর্কে অতিরিক্ত ধারণা দেয়।

কেন এই পেটে ব্যথা হয়?

 

প্রায় প্রত্যেক মানুষেরই পেটে ব্যথা হয়ে থাকে। তবেই পেটে ব্যথার পেছনে ভিন্ন ভিন্ন কারণ কাজ করে। যেমন হজম জনিত সমস্যা অথবা কোনরকম আঘাত অথবা কোন সংক্রমণ বা রোগীর সাথে সম্পর্কিত থাকলে পেটে ব্যথা অনুভূত হতে পারে। পেটে ব্যথার ভেতরের কোনো ধরনের অঙ্গের প্রাচীরে ত্বক বা পেশী থেকে তৈরি হয়েও আসতে পারে। কখনো কখনো এই ব্যথা অবস্থান থেকে চারিপাশে ছড়িয়ে পড়তে পারে।

স্বাস্থ্যকর্মী পেটে ব্যথার উৎপত্তি সম্পর্কে বিভিন্ন ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে এবং পেটে ব্যথা কতটা গুরুতর এবং সেটি কতটা ক্ষতিকর সেই সম্পর্কে ধারণা দিয়ে থাকে যদি ব্যথা ক্ষণস্থায়ী হয় তাহলে এটি নিরাময় সহজ হয়ে ওঠে এবং যদি অবস্থা গুরুতর হয়ে থাকে তাহলে তার জীবনের হুমকি পথে ঠেলে দেয়।

পেটে ব্যথার ক্ষেত্রে সবথেকে সাধারণ কারণ যেগুলো হতে পারে:-

পেটে ব্যথার ক্ষেত্রে বেশিরভাগ কাননই বেশি একটা গুরুতর অথবা দীর্ঘস্থায়ী হয় না। হজমের সমস্যা অথবা মহিলাদের ক্ষেত্রে ঋতুস্রাবের কারণেও এই পেটে ব্যথা হতে পারে।

১ হজম সম্পর্কিত সমস্যা (Digestive issue ) :-

খাবার খাওয়ার পর পেটে বিভিন্ন ধরনের ব্যথা অনুভূত হয় যেমন:-

  • বদ হজম
  • গ্যাস এবং গ্যাসের ব্যথা
  • কোষ্ঠকাঠিন্য
  • ডায়রিয়া
  • খাদ্য বিষক্রিয়া
  • ভাইরাস জনিত সমস্যা

২ প্রদাহ অথবা জ্বালা যন্ত্রণা ( inflammation ):-

শরীরের অভ্যন্তরীণ অঙ্গে জ্বালা যন্ত্রণা বা সংক্রমনের ফলে সাময়িক প্রদাহ হতে পারে। যেমন :-

  • ভাইরাল গ্যাস্ট্রোএন্টরাইটিস ( পেট ফ্লু )
  • পেপটিক আলসার
  • মূত্রনালী সংক্রমণ অথবা urine infection

৩ মহিলা প্রজনন চক্র ( female reproductive cycle):-

  • জরায়ু জনিত সমস্যা থেকে থাকলে মাঝে মাঝে তলপেটে ব্যথা অনুভূত হয়
  • মাসিক জনিত সমস্যা বা বাধা সৃষ্টি হলে পেটে ব্যথা অনুভব হয়।

পেটে ব্যথার হালকা স্বাভাবিক অনুভূতির পাশাপাশি যখন গুরুতর ব্যথা শুরু হয় তখন সেই ব্যথা অন্যান্য অঙ্গের সঙ্গে জড়িত সমস্যার ইঙ্গিত দেয়। তখন সেই পেটে ব্যথা গুরুতর চিকিৎসার অবস্থা নির্দেশ করে যার জন্য চিকিৎসা করা একান্ত জরুরী।

১ উপরের ডান চতুর্ভুজ ( Right upper quadrant ):-

এই ডান্স চতুর্ভুজ হলো পেটের ডানপাশা অবস্থিত লিভার পিত্তথলি এবং পিত্তথলির যে নালিগুলি অবস্থান করে তার আবাসস্থল।

পেটের উপরে ডানদিকে পেটে ব্যথা অনুভূত হলে তা সাধারণত রিলিভারের রোগ অথবা গলব্লাডারের রোগের সঙ্গে সম্পর্কিত হয়ে থাকে।

  • হেপাটাইটিস( অ্যালকোহল জাতীয় অথবা বিষাক্ত বিপাকীয় বা অটোইমিউন
  • পিত্তথলিতে পাথর
  • কোলেসিস্টাইটিস ( পিত্ত থলিতে প্রদাহ)
  • লিভার ক্যান্সার।

 

২ উপরের বাম চতুর্ভুজ ( Left upper quadrant):-

শরীরের পেটের বাম দিকে উপরের দিকে রয়েছে অগ্নাশয় এবং প্লীহা। যা বাম কিডনি এবং পেটের গহবর অথবা কাপড়ের পেছনে রয়েছে এবং হৃদপিণ্ড এবং বাম ফুসফুসের ঠিক উপরে আছে।

পেটের উপরের বাম চতুর্ভুজের ব্যথা যে দিকগুলো নির্দেশ করে:-

  • বড় স্ফিত অগ্নাশয়
  • বর্ধিত প্লীহা
  • কিডনির সংক্রমণ
  • কিডনিতে পাথর
  • কিডনির আকার ছোট বা বড় হওয়া
  • অগ্নাশয় ক্যান্সার প্রভৃতি

এই ব্যথা যদি বুকের থেকে উৎপত্তি হয়ে আসে তাহলে এর পেছনের কারণগুলি হতে পারে:-

  • হৃদপিণ্ড জনিত জ্বালা যন্ত্রণা
  • এনজাইমা
  • হার্ট অ্যাটাক
  • নন কার্ডিয়াক বুকে ব্যথা
  • নিউমোনিয়া
  • প্লুরিসি
  • পালমোনারি এমবলিজম

তলপেট:-

তলপেটে সাধারণত ক্ষুদ্রান্ত এবং বৃহদন্ত্র থাকে। তলপেটে ব্যথার সাধারণত গ্যাস জনিত কোন সমস্যা অথবা খাবার হজম হওয়ার সমস্যা থেকে হয়ে থাকে। তলপেটে ব্যথার সাধারণত মূত্রনালী ডিম্বাশয় বা জরায়ু সম্পর্কিত হতে পারে।

পেটে ব্যথার কারণগুলির মধ্যে উল্লেখযোগ্য হল:-

  • বড় বা ছোট অন্ত্রের বাধা
  • কোলন ক্যান্সার
  • জরায়ু ক্যান্সার
  • ইউরিন ইনফেকশন
  • প্রদাহুর জনক অঞ্চলের রোগ যেমন ক্রহনস, আল সারেটিভ, কোলাইটিস
  • হার্নিয়া

এই ব্যথা যে উৎপত্তিস্থল থেকে আসতে পারে

  • ডিম্বাশয় সিস্ট
  • পেলভিক প্রদাহজনিত রোগ
  • ডিম্বাশয় ক্যান্সার

পেটে ব্যাথা সব সময় হালকা ভাবে নেওয়া উচিত না।। কখনো কখনো এটি মারাত্মক রোগের সংকেত দিয়ে থাকে।

Leave a Reply

%d bloggers like this: